এক পাগলের কবিতার প্রথম লাইন।
এক অলস পৌষের বুধবারের দুপুরের মায়া।
জঙ্গল মহলের ওপাশে পাহাড়ে তখন
সূর্যের ছায়া ছায়ায় লুকোচুরি খেলা
পাগলের জীবনের লেখাটা সেদিন শুরু হয়েছিল।
ওই দেখ পাগলটা হাসছে , চারিদিকে কত আলোচনা
চুপি চুপি সবার প্রশ্ন , কী আশ্চর্য কত মিল দুজনার।


আঁধারে ও হাসে , আলোতে ও হাসে
লক্ষ্মীর সরা বা দুধের বোতলে
পাগল খুঁজে বেরায়, আবার না পেলেও হাসে।
পাগল ঘুমের দেশে, এক নীল প্রজাপতি দেওয়ালে
হাত দুটো মুঠো, হাটে স্বপ্নঅজানা আশ্চর্য দেশে।
পাগল কবিতা লেখে ভালবাসার বিবাদ নিয়ে
দুজন দু-হাত জড়িয়ে, পাগলের শান্তি এতেই ।