নিঃসঙ্গতাকে বন্ধু করে নিয়েছিলাম
হ্যা , ঠিক তাই----
দ্বিধাকম্পিত ভাবে পৌষ এসে হাত ধরে অঘ্রানের
আচমকা শব্দবিহীন উন্মুক্ত ঝড়ে ভেসে যায় তোমার চুম্বন।
জানালা জুড়ে ক্লান্ত পাখিরা সরে যায় জোৎস্নার আড়ালে
বুঝতে পারি স্বপ্নগুলো অন্ধকারে লজ্জা পায়।
খরা কাটতেই বন্যার হাতছানি
কেন এমন পাগলামি করছো? কি হয়েছে?
গভীর গোপন স্বপ্নে বেসামাল
খবরদার , কেন এতো গোঁয়ার হয়ে ওঠ তুমি।


নিঃসঙ্গতাকে বন্ধু করে নিয়েছিলাম
হ্যা , ঠিক তাই ------
এক শ্রাবণসন্ধায় চারিপাশ খুব কর্কশ , নিষ্ঠুর
আমি বাঁচি ফিকে হয়ে যাওয়া রাতহীন দিনে।
সাজানো কথা স্বপ্ন দেখায় , পারেনা নীল পদ্ম ফোটাতে।
বেসুরো গান ন্যাকামি ভালোবাসায় জোর করেছিলে
কিন্তু আমি বুক ফাটিয়ে বলি
তুই কি আমার ছাতিম ফুলের গন্ধ হবি ,
হারিয়ে যাবার আগে টের পেলাম এক বুক কষ্ট
আর ঝলমলে যমুনার জলে নম্র হয়ে যাওয়া কিছু লাবণ্য।


নিঃসঙ্গতাকে বন্ধু করে নিয়েছিলাম
হ্যা , ঠিক তাই ------