ভেজা স্যাঁতস্যাঁতে তোমার গন্ধ।
আমার দু পাটি জানালা বন্ধ।
বৃষ্টির ছাঁটে জমাট বেঁধেছে আমার বেগুনী মন।
কাঁশফুল বনে ঠাণ্ডা হাওয়ায়,
বৃষ্টি বনের ভেতরে যাওয়ায়,
অযথা নিজেকে হলুদ শহরে করেছে সমর্পণ।
পথে পথে সব দিকভ্রান্তরা,
বিবর্ণতার ভিত ভাঙ তোরা।
ঢিমেতালে সব ব্যস্ত কথার কলেবর যায় বেড়ে।
কানাঘুষা চলে কানে কানে কানে,
আসল ঘটনা ঘুনপোকা জানে,
বকা ঝকা সব অগ্রাহ্য করে, পাখিগুলো দেয় ছেড়ে।
ভিন্ন শহরে, পার্পেল রঙে
হাসির গন্ধ, নাটকীয় ঢঙে।
চখাচখি আর মাছরাঙাদের মেলা বসে দুই দিক।
আমের মুকুল থোকায় থোকায়,
আমার ভেতর ছন্দ ঢোকায়।
ভুল গানগুলো হঠাৎ দেখি, চারপাশেতেই ঠিক।