আকাশ আমার কালো মেঘের বিশাল ঘনঘটা,
আকাশ আমার বক্ররেখায় চলে।
আকাশ আমার আগলে ধরে নষ্ট দুপুরবেলা,
আকাশ কেবল নিজের কথাই বলে।
আকাশ ভেঙে আকাশ যখন আমার উপর পড়ে,
আকাশ আমার ধার ধারেনা কিছু।
আকাশ আমার বিপদকালে নিম্নচাপের সাথে।
আকাশ তখন মেঘের পিছুপিছু।
আকাশ আমার হঠাৎ হঠাৎ মিথ্যে কথা বলে।
আকাশ আমার চিন্তারোগের কারণ।
আকাশ আমার অনেকগুলো ঋণাত্মকে ঠাসা।
আকাশ দেখা দুপুরবেলায় বারণ।
আকাশ আমার বারান্দাটা সবুজ করে ফেলে।
আকাশ আমার গভীর জলে ভাসে।
আকাশ কেবল আমার কাছে সংখ্যারেখার মত,
আকাশ আমার হাজার সর্বনাশে।
আকাশ আমার শূন্য বেগে চারটি দিকে ঘোরে।
আকাশ আমার বুকপকেটে গোজা।
আকাশ যদি আকাশ ছুঁয়ে বুঝতো সকল কিছু।
দেখতো আকাশ নিজের কাছেই বোঝা।