হঠাৎ হঠাৎ মেঘগুলো সব দখিন দিকে সরে।
গভীর বনের গাছগুলো সব ওলট পালট নড়ে।
বৃষ্টি হবে পরে রে ভাই, বৃষ্টি হবে পরে।
ব্যস্ত পাখির দল ছুটে যায়, ফিরতে হবে ঘরে।
বাছুরগুলো দৌড়ে বেড়ায় বিজলী হাওয়ার ডরে,
বৃষ্টি হবে পরে রে ভাই, বৃষ্টি হবে পরে।
সুর পুরোনো হঠাৎ কেউ গানটা গলায় ধরে।
কদমফুলের গন্ধ আমার বুকপকেটে ভরে।
বৃষ্টি হবে পরে রে ভাই, বৃষ্টি হবে পরে।
বকুলগুলো ঠিক তখুনি রাস্তাকোণে ঝরে।
কে জানি কে সেসব তুলে নিচ্ছে থরে থরে।
বৃষ্টি হবে পরে রে ভাই, বৃষ্টি হবে পরে।
এমন সময় আমার কেবল তোমায় মনে পড়ে।
এসব দেখে বুকের ভেতর আমার কেমন করে!
বৃষ্টি হবে পরে রে ভাই, বৃষ্টি হবে পরে।