এলেবেলে দোটানা,
রাতঘুম ছোটা না।
পাখার ব্লেডগুলোতে কষ্ট মাখানো।
ঠোঁটবাঁকা নালিশে,
ঘুম ঘুম বালিশে,
আনাচ কানাচ কিছু দুপুর দ্যাখানো।
বেমক্কা ধাক্কা,
করেনা তোয়াক্কা।
পথঘাট লাল করে হলুদের দল।
রেলগাড়ি চলছে,
অভিমান গলছে।
মাঝরাত চেপে ধরে ঘোলা ঘোলা জল।
সবুজের ওড়না,
পাক খেয়ে ঘোরনা
তাহলেই দেখা যাবে মৃদু মৃদু চোখ।
এতটাই ধুর্ত।
একা একা ঘুরতো।
নীলাকাশ আজ থেকে আমাদের হোক।
সুর ভাঙা টোপরে,
কাপড় আর চোপড়ে।
তোদের কপাল পোড়ে রোদ্রের ভিড়ে।
হোমড়া কি চোমড়া,
কতখানি তোমরা
মেঘের আস্তানায় চলো ধীরে ধীরে।
অলিখিত শর্ত।
মন ভরা গর্ত।
এর মাঝে ঢুকে পড়ি রাত্তির বেলা।
ভুল ভরা শুদ্ধ।
মানসিক যুদ্ধ।
টুপ করে চেপে ধরে কানামাছি খেলা।