ভাঁওতাবাজি ঠকের কাজী বদ্যি ডাকন মানা।
সাপ কবিরাজ এতই ভাল পথ্য সবই জানা।
মসলা পোড়া, ঝাটার বাড়ি, কামড়ে ধরে হাত,
অদ্ভুতুড়ে চিকিৎসাতে সবাই কুপোকাত।
ময়লা জটা, বিশ্রী মুখে, অজস্র তার গালি।
পয়সা পেলে করবে তোমার ভূত ডাকা ঘটকালি।
ভূত ডাকে না, ছাই ডাকে তার, কন্ঠে নাকি গলা।
লোক ঠকাতে ভূত সেজে তার ডালপালাতে চলা।
অকথ্য আর অপথ্য সেই পথ্যখানা কেমন,
ঢুশ ঢাশ ঢুশ ধুরুম ধারুম একটু যেমন তেমন।
মুখটা বুড়ো ভাম করে তার জটলা চুলে বাস।
সার্টিফিকেট ধুত্তোরি ছাই, প্রাইমারীতে পাশ।
ভূত তাড়ানোর দোহাই দিয়ে, লোক ঠকানোর খেলা।
নাম বাড়াতে নিয়োগ থাকে হাজারখানেক চ্যালা।
মানুষ মারা অসহ্য তার চিকিৎসাটা ভীষণ।
যন্ত্রণাতে হাত ডোবানো একটা কালো মিশন।
বলবো কি আর বল?
কোনকালে হায় পাল্টাবে তোর এমন ফলাফল।