ভূত ভূত ভূতুড়ে,
ঘুড়িটার সুতোরে।
টান দেয় সন্ধ্যাবেলায়।
ঘরে ফিরে যায়না।
জানালার আয়না।
যোগ দেয় পানসে খেলায়।
মাথা যায় বিগড়ে।
কালোরাত ঠিকরে,
পড়ে ঠিক বারোটা বাজে।
লুব্ধক তারাটা,
সুনসান পাড়াটা।
নেমে পড়ে দোটানা কাজে।
হলুদের আঙিনা,
হুট করে ভাঙিনা।
ভেঙে গেলে পাবো না তা আর।
সরাসরি গাইতে,
গান তার চাইতে
রাস্তাটা চায় বারবার।
অদ্ভুত? তোর কি?
ঘুরন্ত চরকি।
দ্বিধাবিভক্ত থাকনা।
কালো কালো বর্ষা,
মেঘ নীল ফর্শা।
গুটিয়েছিলেন পাখনা।
নিমরাজি বাড়তি।
বুক ভরা আর্তি।
আর্তনাদের কালো সুর।
তবু তারা আসবে।
চোখ বুজে কাশবে।
আকাশচূড়ায় বহুদূর।