শান্ত সাগর চাঁদে।
অশান্ত এক সাগর আমার একলা বাড়ির ছাদে।
কোপারনিকাস যতই থাকুক সৌরজগত নিয়ে।
রবীন্দ্রনাথ মাঝখানেতে আঙুল ঢোকান ঘিয়ে।
ভ্রু নাচানো এলগরিদম আমার লাগে ভয়।
মধ্যরাতে সুকান্ত আর আমার দেখা হয়।
আমার কেমন হঠাৎ হঠাৎ লাগতে থাকে একা।
শেকসপীয়ারও গল্প ছেড়ে হঠাৎ করেই ন্যাকা।
শহর আমার হলুদ তবে, রাস্তাগুলো কালো।
আনা ফ্রাঙ্কের ভাবার জন্যে এ জায়গাটা ভাল।
একলা একলা হাপিত্যেসে আমার ছোটে দম।
প্রবৃদ্ধকোণ হঠাৎ করেই একশ আশির কম।
তোমার শহর রাস্তাঘাটে, আমার শহর আকাশ।
তাল মেলাতে কষ্ট হলে, আমার দিকে তাকাস।
অদ্ভুতুড়ে ভাবনা এলে জানলা খোলা রাখিস।
গন্ধ যদি পাঠাই কিছু, কোষের উপর মাখিস।
আজকে রাতে ছুটবে আমার, শহর দেখার খেয়াল।
ভুষুণ্ডীদের গভীর বনে, শতেক খানেক শেয়াল।
সবার ভেতর সবাই সবাই, বেশ তো আছে কত!
এসব ছেড়ে আমি হবো আরশোলাদের মত।