চোখ সাজিয়ে আমি থাকি মরা নদীর পাড়ে।
তোমার শুরু হাসির কলরব।
মহাভারত উল্টে গেলে, পাল্টে গেলে হঠাৎ
সবাই মিলে কোথায় চলো সব?
তোমার আঙুল আমায় ডাকে, আমার আঙুল তোমায়
এমন খেলায় আমরা দুজন বেশ।
সন্ধ্যেবেলায় হুতোম প্যাঁচার সঙ্গে আনাগোনা।
আঙুল আঙুল খেলার হবে শেষ।