নাক ডুবিয়ে খাচ্ছে কে?
ভুলের মাশুল পাচ্ছে কে?
আমার কাছে নয়টা আকাশ, তোমার কাছে তিন।
মিথ্যে কথার আজ রাতে
আর তা নাহয় মাঝ রাতে
চশমা খুলে হঠাৎ দ্যাখো তোমরা আকাশহীন।
সাত সতেরো বুঝলো না,
কে বোঝে তা খুজলো না।
দরজা ধরে আস্তে টানিস, হয়না যেনো ভোর।
কৃষ্ণকেলির গন্ধটা।
গ্রীষ্মকালীন বন্ধটা।
মাথায় ঠেসে ধাক্কা মারে আমড়া তলার মোড়।
সংবিধানের সংশোধন।
তোমার জামার রঙ শোধন।
দুটোই ঘটে তোমার হাতে, আকাশ ছোড়া ঢিল।
আমার দিকে তাকাস না।
এইটা কোনো আকাশ না।
আজকে নাকি তোমার আকাশ কালকে থেকেও নীল।