আমি ফেসবুকে কারো ফলোয়ার,
আমি সিন্দাবাদের তলোয়ার।
আমি রেগুলার, আমি রেগুলার
আমি রেগুলার কোনো গল্প।
আমি বকা দিতে পারি অল্প।
আমি সমস্ত দিনে ঘুরে ঘুরে ঘুরে
ভাদ্রমাসের রোদ্রে পুড়ে
পকেটে চাপানো কল্প।
আমি রেগুলার কোনো গল্প।
আমি ভূত, আমি জ্বিন।
আমি তোমার রাত্রি-দিন।
আমি তোমার ধমকে চমকে চমকে
হবোনা শহরহীন।
আমি তোমার চুলের গন্ধ।
আমি-দখিন জানালা বন্ধ।
আমি রাত্তির বেলা সত্যি সত্যি
জানলার কোণে অন্ধ।
আমি কাঁঠালচাঁপার ঘ্রাণ,
মুখে ভাল মানুষের ভান।
আমি শীতকালে তোর জমানো আয়েশ
ভেঙে করি খান খান।
আমি একটা দীর্ঘ গান।
আমি গাছের উঁচুতে মগডালে বসা,
লাল শালিকের দল।
আমি পাথর ঠাণ্ডা জল।
আমি বুঝিনি, আমাকে বল,
আরে সেদিন রাত্রে লাল চাঁদ কেনো ছিলনা অনুজ্জ্বল?