গাছের তলের একটি কোণে
ভাবছিল সে চুপ করে।
একটি আপেল আকাশ থেকে
পড়লো হঠাৎ টুপ করে।
পড়লি সে তুই পড়বি, কিন্তু
পড়লি কেনো নিচ দিয়ে।
আপেল হয়তো চাষ করেছে
শুভ্র মেঘের বীজ দিয়ে।
এ কোন রীতি, হচ্ছে ভীতি।
এ কোন নিয়ম-কানুন ভাই।
সংবিধানের কোথায় লেখা।
দেখবো এসব আনুন ভাই।
ডান, বাম আর এপাশ ওপাশ
দিক আছে মোট ছয়টা।
তার ভেতরে নিচেই কেনো
ফল পড়ে সব কয়টা।
আপেল গাছের বন।
উপর-নিচের আবিষ্কারে মাতলো নিউটন।