একটা আকাশ চাই আমি!
যে আকাশ থেকে কোনদিন চাঁদ হারিয়ে যাবে না;
যে আকাশকে মেঘেরা ঢেকে রাখবে সারাক্ষণ;
যে আকাশে তারারা জ্বলতে থাকবে সারাজীবন;
জানি, সে আকাশ আমি কোনদিনও পাবো না;
তবুও চাওয়াটাকে সাজিয়ে রাখি স্বপ্নের ঘরে।


একটু ভালোবাসা চাই আমি!
যে ভালোবাসা মুহুর্তে মুহুর্তে আমাকে শিহরণ সৃষ্টি করে যাবে;
যে ভালোবাসা আমাকে উন্মাদ করে দিয়ে যাবে;
যে ভালোবাসা ছুয়ে যাবে আমার মনটাকে কোমল হাতে;
জানি, সে ভালোবাসা আমি কোনদিনও পাবো না;
তবুও চাওয়াটাকে সাজিয়ে রাখি স্বপ্নের ঘরে।


সুন্দর একা মন চাই আমি!
যে মনের সমস্ত স্থান জুড়ে কেবল আমিই থাকবো;
যে মনে ভালোবাসা জমিয়ে রাখা হবে একান্ত আমার জন্য;
যে মনে থাকবে আমার জন্য অসংখ্য সুখের স্বপ্ন;
জানি, সে মনকে আমি কোনদিনও পাবো না;
তবুও চাওয়াটাকে সাজিয়ে রাখি স্বপ্নের ঘরে।


সুন্দর একটা জীবন চাই আমি!
যে জীবনে কষ্টের ছোয়া থাকবে একটু একটু;
যে জীবনে সুখ থাকবে দূর থেকে সুদূর পর্যন্ত;
যে জীবনে আমার স্বপ্নের ঘরের স্বপ্নগুলো একটি একটি করে সত্যি হবে;
জানি, সে জীবনকে আমি কোনদিনও পাবো না;
তবুও চাওয়াটাকে সাজিয়ে রাখি স্বপ্নের ঘরে।


জানি, কালো মেঘে ঢাকা আকাশটাই  আমার থাকবে;
আরও জানি, ভালোবাসারা আমার দিকে ঘৃণা নিয়ে তাকাবে;
এও জানি, অভিনয়ের নষ্ট কোন মন ছাড়া পাবো না;
আবার কোন সুন্দর জীবন আমাকে চায় না;
তবুও স্বপ্নগুলো সাজিয়ে রাখি স্বপ্নের ঘরে।