অপেক্ষা হাতে ধরিয়ে দিয়ে বললে মালা গাঁথ।
কষ্টও যে ঝুড়িতে ছিল বললেনাতো।
একটার পর একটা মালা গেথেই যাচ্ছি শেষ হচ্ছেনাতো।
ঝুড়িতে থাকা কষ্টগুলো চারপাশে ছড়িয়ে;
আচড়ে আচড়ে রক্তঝড়ানোর প্রতিযোগিতায় ব্যস্ত।
অন্ধকারের দিকে দেখিয়ে দিয়ে বললে চলতে থাক;
চলতে চলতে পথ আর শেষ হয় নাতো।
কোথায় তুমি! অন্ধকার আমাকে লুকিয়ে দিল;
তুমি আলো হাতে এলে নাতো।
পথে থাকা কাঁটা রক্তের গন্ধের ক্ষুধার্থ।