মনযমুনায় উঠেছিল ঢেউ,
বর্ষার ভরাযৌবনা নদীর মত
ফুলে ফেঁপে উঠেছিল সুপ্ত ইচ্ছেগুলো;
শুধু তুমি আসবে বলে....
তুমি এলেনা আজও!
তুমি আসবে বলে ধ্রুবতারা সাজিয়েছিল
স্বপ্নবাসর কল্পলোকে;
প্রজাপতি মেলেছিল রঙীন পাখনা
স্বর্ণালী গাঙচিলের দেশে।
মেঘদূতও স্বয়ং নেমে এসেছিলেন,স্বর্গ থেকে
তার আশীর্বাদী বর দিতে...
কিন্তু তুমি আসনি....
প্রেমযমুনায় ভাসনি।
ভুল করে কখনো আস যদি,এই মনের দুয়ারে
দেখবে সযতনে লেখা তোমার নামটি আজও
ভালবাসার ক্যানভাসে!
আমি আজও আছি সেই আগের ঠিকানায়...
ইচ্ছে হলে অবগাহন কর নাহয় এই মনযমুনায়।
ভালবাসি,অনেক বেশী তোমায়
বাকীটা প্রহর কাটিয়ে দেব শুধু তোমারই প্রতীক্ষায়!


তানিয়া তাসনীম