মানুষগুলো অন্যরকম...
অনুভূতিহীন,ঠিক যেন যন্ত্রচালিত দানব!
হাসতে জানে না খুশীর খবর এলে
কাঁদেনা দুঃখ পেলে;
দিব্যি চলে যায় পাশ কাটিয়ে
পেছনে না তাকিয়ে...
কেউ অপেক্ষায় আছে না মরে বেঁচে আছে
সময় কোথায়,সময় খোঁজার;
সত্যিই আজব!
যদি হতে পারতাম তেমন
কষ্টগুলোকে দিতাম হাওয়ায় উড়িয়ে,
মেঘের ভেলায় করে
ভেসে যেতাম
মেঘকন্যার দেশে।
সন্ধ্যাতারা হতাম ঐ নীল আকাশের বুকে
ভোরের আলোয় রাঙা হতাম নতুন স্বপ্ন গড়ে!


তানিয়া তাসনীম