স্বপ্ন ভাঙার কষ্ট অনেক....
আমি দেখেছি এক কিশোরীর জোৎস্নাস্নাত পূর্ণিমারাতের স্বপ্নগুলোকে
টুকরো টুকরো হয়ে ঝরে পড়তে,
এক নববধূর আর্তচিৎকার শুনেছি,
যে কিনা বিয়ের রাতেই বসনে জড়িয়েছে
সাদা ধবধবে থানের কাপড়।
শুনেছি এক অসহায় মায়ের বুকফাটা চিৎকার,যে হারিয়েছে তার কোলের শিশুটাকে,
অভুক্ত অবস্হায়,চিকিৎসার অভাবে
যাকে শুইয়ে দিয়ে এসেছে ঐ দূরের কবরস্হানে!
শুনেছি এক অসহায় বৃদ্ধা মায়ের আর্তনাদ,যার স্হান হয়েছে আজ বৃদ্ধাশ্রমে......
শুধুমাত্র আশ্রয়হীন বলে;
আমি এমন এক নারীকে দেখেছি,
যার ছিল একদিন সুখের ঘর ,
যৌতুকের টাকা দিতে না পারায়
নির্যাতনের শিকার  হয়ে
মৃত্যুকে করতে হয়েছে আলিঙ্গন।
আমি দেখেছি এক যুবতীর ভালবাসার ঘরটাকে
সন্দেহের আগুনে পুঁড়ে ছাই হতে।
মধ্যরাতে গলির মোড়ে দাঁড়িয়ে থাকা সেই রমণীর উদাত্ত আহ্বান,যাকেএই সভ্যসমাজ ঠাঁই দিয়েছেকালকুঠুরীতে
নিষিদ্ধ পল্লীতে.....
অথচ কেউ জানেনা,তারও একদিন বেঁচে থাকার
অভিলাষ ছিল মনে!
ওদের সবারই চোখে স্বপ্ন ছিল হাজার,
একটা নিজস্ব ভুবন,সংসার গড়ার কিংবা ভালবাসার...
আজ সে স্বপ্ন কাঁচের টুকরোর মত ভেঙে চুরমার
তবুও বেঁচে থাকার কি আকুতি
মনের গহীনে,দুঃস্বপ্নের আচ্ছাদনে!


তানিয়া তাসনীম