যদি সমুদ্রের জলরাশি হতাম
একঝলকে হারাতাম অজানায়
আবার তীরে জেগে উঠতাম
যেমনটা হয় জোয়ার-ভাটায়!
কখনো সাধ জাগে পাখি হই
দূর থেকে দূরান্তে,আপন ঠিকানা ছেড়ে
লোকালয় থেকে নির্জনে,চলে যাই
একাকী,নিরালায়।
মানুষের কোলাহল আজ বড়
বেশী বেমানান লাগে,নিজের কাছে
তাই তো এ মন ছুটে যেতে চায়
দূর পরবাসে.....


তানিয়া তাসনীম