নীল আকাশটা ছেঁয়ে গেছে কালো মেঘে,
কোথাও এতটুকু আলোর দেখা নেই।
হয়ত এক্ষুনি নামবে ঝুম বৃষ্টি কিংবা ঝড়ো হাওয়া বইবে,
তবু খেয়ালী মেঘ ছুটে চলেছে আপন মনেই।
ভীষণ ফুঁসে আছে কিন্তু ঝরছেনা একবিন্দুও...
কি জানি কি খেয়ালে,যাচ্ছে ভেসে দূরে,
রাখেনি খেয়াল কারো।
কেউ হয়ত অপেক্ষা করে ছিল সে আসবে বলে
এলনা সে এখনও,রিমঝিম শব্দ তুলে।
সেই শেষ কবে ভিজিয়ে গেছে মনের বারান্দা
আজো বসে ভাবি নিরালায়,একা একা।
কি আর এমন ক্ষতি হত একটু সিক্ত পরশ পেলে
যা যাবার তো গেছে সেই শেষ বিকেলের মৃত্যুতে!


তানিয়া তাসনীম