১৬ ই ডিসেম্বর তুমি এলেই প্রচণ্ড শীতে
হৃৎপিণ্ডে নাচন ধরে
তপ্ত নিঃশ্বাস এ আকাশ -বাতাস উঠে ভরে।
মনে হয় নিজেকে যেন বিশাল এক অজগর
পাই যদি একটা রাজাকার
অমনি গিলে করি সাবাড়
আর হয় না সহ্য
৪২ বছর ধরে সাফ হয়নি বর্জ্য।
১৬ ই ডিসেম্বর তুমি এলেই প্রচণ্ড শীতে
হাত নিশপিশ করে
কলম নয় বদলে চাই রাইফেল
ঠা- ঠা ঠা- ——
ব্যাস ,শেষ।অতঃপর———-
বুট গুলো জড়ো করে একটু কেরোসিন
আর একটি দিয়াশলাই
আমার দেশের মানুষের এতটুকুই চাই
আঃ কি উম,কি শান্তি !!!