কেবল ভাঙ্গনের শব্দ শুনি
সেদিন গেছে তারা 'র বাড়ি
ঘুমের ঘোরে অর্ধেক খানি
ভেঙ্গে নিয়েছে নদীর পানি
এখন তাদের রাস্তায় ঠাঁই
কোথাও ওদের কেউ যে নাই।
কেবল ভাঙ্গনের শব্দ শুনি
ভদ্রলোক সদা হাসিখুশি
অথচ তার ভাঙ্গা হৃদয় খানি
আট বছর আগে সুখের বাড়ি
ছেলে মেয়ে নিয়ে স্ত্রী গেছেন ছাড়ি
এখন একা পথপানে চেয়ে তিনি
ফিরে পাবার দিন গুনছেন নিরবধি।
কেবল ভাঙ্গনের শব্দ শুনি
নদী ভাঙ্গে কুল,
সংসার ভাঙ্গে ভুল।