আজ মনে পরে যায়,
  সেই শীতল মাখা সন্ধ্যায়ে
  আবেগ ভরা মনের দ্বার খুলে
  ছিলে আমারই ইঙ্গিতের আরধোনায়ে ।
মনে পরে যায়,
  সেই পলকহীন নজর
  অসীম সেই মায়াবী টানের খোঁজ
  অবুঝ ভালোবাসার অদৃশ্য সেই ডোর ।
আজও মনে পরে,
  সেই রঙ্গিন স্বপ্নের চিঠি
  মধুর মিষ্টতায়ে ভরা রসালো কথার রিতী
  রংধনু ঘেরা সেই অবাস্তব পৃথিবী ।
মনে পরে যায়,
   নিদ্রাহীন সেই রাত জাগা দুটো পাখি
   ভালোবাসার প্রদীপে মিটমিট জলন্ত জোনাকি
   সেই প্রদীপের আলোয়ে চলন্ত পথিক দুটি ।
মনে পরে যায়,
    সেই উরন্ত প্রেমের ডাক
     অপ্রকাশ্য কথার ঝাঁক
    খেয়ালি মনের বেখেয়ালি বাক ।
মনে পরে যায়,
    সেই চুপিচুপি নির্বাক স্পর্শের ছোঁয়া
    বেদনা-সুখের মিশ্র অনুভুতি
    ভয়ের সাগরে প্রেম-ভেলার নিরঞ্ঝনা ।
আজ শুধুই মনে পরে,
    সেই স্নিগ্ধ ভরা কোমল স্ম্রিতি
    অচেনা সেই সুরের গীতি
অসীম ভালোবাসার নক্শায়ে ......
                     ......বিষাদের এক অকল্পনীয় ইতি।