কি ভাবছো ফুরিয়ে যাচ্ছো ?


না
তুমি মৃত নও, সুপ্ত


কখনো দোলন চাঁপার মতো চিকন গৌর মুখ
আবার কখনো বা এক ছাতায় রাঙামাটি ভিজতে দেখা
তোমার অন্তর অঙ্গে ঘটায় ঘাত প্রতিঘাত
শিরায় শিরায় ছুটে চলে ম্যাগমার মতো স্মৃতি বিজড়িত তপ্ত স্রোত
রোজ তোমার অলিন্দ নিলয় বেয়ে যখন
নিকোটিন মেসে রাঙামাটির সোঁদা গন্ধে


তখনো কি বলবে ?
তুমি মৃত ?


কি ভাবছো হারিয়ে যাচ্ছো ?


না
তুমি পলাতক নও, তুমি গুমনামি


কান্না ভেজা চোখের পাতা যখন খোঁজে তোমাকে
আলগা নরম আঙ্গুলের ফাঁকে বসন্তের বাতাস হয়ে ছুয়ে যাও
রোজ তুমি
বেঁচে থাক অতৃপ্ত , দ্বগ্ধ হৃদয়ে
অবিনশ্বর আত্মা আর জীবন্ত দেহের মিলনে


তখনো কি বলবে ?
তুমি পলাতক ?