কখনো তুমি ,
শিশুকে দিয়ে মাতৃ কাকের স্পৃহা ;
স্বরাজ হয়ে ধ্বনিত হয়েছ কিশোরের মুখে মুখে ,
প্রসারে হয়ে রচনা করেছ যৌবনের ইতিকথা ।
আবার তুমিই ,
জাতির মনে জন্ম দিয়ে ঐক্যতান আশা
আজ আবার একুশে , গর্বিত আমি
বাংলা আমার ভাষা ।