আই না উমা আই না শ্যামা
হৃদ-কমলে করো বাস,
দুঃখ দৈন্য ক'রে নাশ
চেতনা চৈতন্য দে না বামা।


তুই না কি হৃদয়ে জাগিস
ডাকলে মন প্রাণ ভরে,
ভক্তি অর্ঘ্য হৃদ উজাড়ে
চরণে তোর পাইতে আশীষ।


কোথা না তোকে খুঁজে ফেরে
বিচিত্র কত পথকে রচে,
তুই মা সদা আছিস কাছে
কেন খুঁজতে যাবো গিরিকন্দরে?


সকল কাজে সবার সাথে
রয়ে মানুষ জগৎ মাঝে,
আই না তুই কালী সেজে
খড়্গ করোটি বরাভয় হাতে।


কতই না রূপ দেখালি মাগো
বলতে নারি বদন পুরে,
যে যেভাবে ডাকছে তোরে
ইচ্ছা পুর্তি করিস যে গো।


রামকৃষ্ণে, মা দেখা দিলি
মৃন্ময়ী মূরতি চিন্ময়ী হ'য়ে,
আর রামপ্রসাদের বেড়া ছুঁয়ে
তুই তো মা ঠিক উদয় হ'লি।


বামাক্ষেপা পায় যে দেখা
শিমুল গাছের গোড়ার'পরে,
কত লীলা দেখাস তারে
'বড়মা' হ'য়ে আদরে মাখা।


নেই মা মোর ভক্তি শক্তি
নই তো মা মুই কর্মজ্ঞানী,
অধম অবুঝ সন্তান মানি
দে ক'রে মা মোর ভবমুক্তি।।