শরৎ সকাল আজ আলোয় ঝিলমিল,
নীল নীলিমা আকাশ হাসিতে খিলখিল, ছেঁড়া ছেঁড়া মেঘের চলে আনাগোনা,
মনে, মন-নাওয়ের উদাস গুন টানা।


কৈলাশেতে মেয়ে উমা গুনিছে প্রহর,
দেখা হবে মায়ের সাথে সম্বৎসর পর,
পৃথিবীও সেজে ওঠে মায়ের আগমনে
বিরহ কাতরা সেও যে উমার বিহনে।


সারি সারি কাশফুল দেয় মাথা নাড়া,
মা এর আগমনে তার আগাম ইশারা,
বর্ষা-স্নাত,স্নিগ্ধ,পবিত্র প্রাণা আত্মহারা
আগমনী সুরে সেজে অধরা কে ধরা।


দিকে দিকে বেজে ওঠে কাঁসি ও ঢোল,
প্রকৃতিতে পড়ে যায় মহা শোরগোল,
প্রজাপতি উড়ে যায় ফুল থেকে ফুলে,
নদীও ছলাৎ ছলাৎ কূল হ'তে কূলে।


সকলেই নব নব বস্ত্র করি পরিধান,
প্রতি প্রত্যেক অন্তরে জাগিয়াছে প্রাণ,
প্রকৃতি,মানুষ, দোঁহার মিলন মহান,
শারদীয় উৎসবের এক অপার দান।।
===================