এখানে অঘ্রাণের প্রাতে শিশির কোমল ঘাসে --
পায়ে পায়ে হেঁটে চলা অদম্য উচ্ছ্বাসে-
পেলব কোমলতা স্পর্শ করি মাটির পৃথিবীর --
শ্বাস নিতে বার বার রোমাঞ্চিত মানুষী
শরীর।
ঘাসের ফাঁকে ফাঁকে বয়ে চলা অনন্ত জীবন --
গঙ্গাফরিং এ-র লাফালাফি, সারিবদ্ধ
চলন--
পিপীলিকাদের কী এক অজানা টানে
নয় একা,সেনাদল লক্ষ্যভেদ হানে।


মৃদু মন্দ বাতাসে জাগে শরীরে হিল্লোল--
প্রকৃতির ব্যাজন রূপী অর্জুন আমের দল--
রূপ, রস, গন্ধ, ভরি দানে পরশ শান্তি,
দেহ কায়া মিটায় রাতি জাগরণ ক্লান্তি।
দোয়েল ফিঙের অবিশ্রান্ত ওড়া উড়ি--
অ-জানা সংকেতে চোখ ফিরাতে নারি।
কাঠঠোকরার ঠকাঠক, ডাহুকের ডাক,
হরবোলা  প্রকৃতি মাঝে আমি হতবাক!