এখনো সময় আছে, হে মানব হাতে,
এবার ঘুরে দাঁড়াও,
ধংসের অতলান্তে যাওয়ার আগে
একবার ফিরে তাকাও।
ধীরে ধীরে গড়ে ওঠা সভ্যতা সাথে
নিজের পা মেলাও।


ভুলিও না,তুমি কেবল ঠিকাদার
তুমি তো মালিক নও!
আগামী শতাব্দীর উত্তরণের মাঝে
যা তুমি ফেলে যাও-
সন্তান সন্ততি ফল ভুগিবে তার
তাই কি তুমি চাও?


ভাবিয়া দেখেছো যা তুমি পেয়েছো
হয়েছো উত্তরাধিকারী,
তিল তিল করে গড়ে ওঠা তিলোত্তমা
হবে কি ধংসকারী?
জানিয়া বুঝিয়া চুপ কেন আছো
নিঃস্বার্থপরতা ছাড়ি?


প্রকৃতির সাথে মিলেমিশে তাই
প্রাণে প্রাণ সঞ্চারি,
জাত বেজাতের না করি বেসাতি
সকলেরে সাথী করি
হয়ে ওঠো তুমি মানব দরদী ভাই
ভেদাভেদ সব এড়ি।


দিনে দিনে বাড়ে ক্রোধ বন্হি অতি
লোভের হুতাশন,
কে আরও শুনাবে শান্তির বাণী
কে শুনিবে দিয়ে মন?
আজি হিংসা মগন মানব প্রজাতি
প্রকৃতি খানখান।


যদিও উঠিছে চন্দ্র সূর্য নিয়ম নিয়ন্ত্রণে
মানুষ কেন উদাসীন?
আজিও ফুটিছে কুসুম কাননে
সৌরভ দানি বিলীন।
আজিও তরঙ্গ স্রোত নয় একটুও হীনে
দোলাতে হৃদয় বীন।
মাটিও আজি হয়নি বিমুখ মেটাতে
ক্ষুধার ঋন।


মানুষই  বদলে গেছে বদলে জীবনধারা
প্রকৃতি উপেক্ষিত,
আরও চায় আরও চায় যে সদাই
লোভানল প্রজ্জ্বলিত।
সময় নাহি, নাহি সময় হাতে তারা
করিতে বিলম্বিত।


দিনে দিনে তার বারিয়াছে গতি
যুক্তি অপগত।
শুনহ মানুষ,তোমার হাতেই রহিছে ভার
করিতে বিশ্বহিত।
সৃষ্টি ধংসের সন্ধিক্ষণে হও তুমি অতি
বিবেক বিশ্বস্ত।।
===================