অমন করে অপাঙ্গে তাকিয়ে থেকোনা তুমি, /
তোমার ভ্রুভঙ্গে নাচের তালে তাথৈ নাচিয়ে, /
হে প্রিয়তমা,দূরে থেকে আজ র'য়ো নাকো চেয়ে,/
নব প্রেমজ্বালা পাগলের প্রায় চাই তোমারে চুমি।/


হৃদয় আমার জ্বলছে উঠে আঙার গনগনি/
ইচ্ছে-তরুলতা উঠছে যেন দেহবল্লরী
বেয়ে,/
প্রেম-বরিষণে অশান্ত মন স্নিগ্ধ করিতে
চেয়ে,/
হৃদয়ে শ্বাস বয়েই চলে শুধু শনৈ শনশনি।/


অমন করে ডেকো না গো, হাতের ইশারাতে,/
তোমার করা ভঙ্গিমাতে করমুদ্রা লজ্জা
পায়,/
ইচ্ছে করে 'বন্ধুর' পথে হাঁটতে পাশে সদায়।/
চৌষট কলা পারঙ্গীনি, আমায় আকর্ষিতে।/


উঠছে জাগি জীবন মোর উল্লাসেতে মেতে,/
হৃদয়-জোড়া আশমানেতে খুশীর জোয়ার বয়/
দুঃখ,কষ্ট, কল্পনাতে করতে জীবন জয়/
একা মোর তরী খানি না পারি আর বাইতে।/


অমন করে গেয়ো না কো আর বিরহী
গান, /
আকাশ বাতাস বাইতে নারে সুরের যাদু
টোনা,/
আজ হৃদয়তন্ত্রী বীণায় বাজে বিবশ মূর্চ্ছনা/
তোমার ঠোঁটের উচ্চাবচে জ্বলে কামনা
বন্হিমান/


জুড়াতে চাই অন্তর্জালা তোমাতে করিয়া
সিনান/
যাক ভেসে যাক সমাজ বাধা জাত পাত
মন্ত্রনা/
ভুলিতে চাই,ভুলিয়ে দাও,যত বিচ্ছেদ যন্ত্রণা,/
নতুন করে বাঁচতে শেখাও,তোল মিলনের তান।/


উদাস আমার মনটি ছিল তোমায় দেখার আগে/
হাওয়ায় ভাসা গানের ভাষায় চঞল
চিত চোর /
দোলন দোলায় দুলছে এখন লাগছে
নেশা ঘোর, /
শূন্য কলস পূর্ণ করিতে তোমার পরশ
মাগে।/


আজি হাওয়ায় লেগেছে মাতন বাসন্তী
ফাগে/
দাও খুলে দাও স্বপন জগৎ খুলিয়া তব
দোর/
বাঁধো মোরে তব আলিঙ্গনে,অদৃশ্য প্রেম
ডোর/
কান পেতে শোন প্রকৃতির তান শুদ্ধ বসন্ত রাগে /


অমন করেই ছেয়ো তুমি নিদাঘ তপ্ত
হিয়া,/
কোন প্রাচীন পুরের স্বপ্নজড়িমা দেয় যেন হাতছানি, /
আঁধারকে নাশি সুর্য প্রকাশি জ্বালি নিত্য 'দিয়া'/
হৃদয় বাসনা পুরাবে যাচনা,তোমার পরশ পানি /


বাইব বাটে জীবন ঠাটে তোমায় লইয়া
প্রিয়া/
জগৎ মাঝে জাগিবো পাশে নিজেরে আহুতি দানি/
লভিবো শান্তি তোমারই ছায়ায়, এসো
একান্তে রাণী /
বাঁধবো মোদের শান্ত নীড় উজানে বাইয়া খেয়া।।/
====================