কোথায় সে'সব স্বপ্নভরা ভবিষ্যতের সুদিন,
মানুষ যেথা পা পা করে জীবন করে রঙিন।
জীবন জাগা মুক্ত বাতাস বইত আশেপাশে,
লক্ষ্য ছিল এগিয়ে যাওয়া,মানত্ প্রতি শ্বাসে।
ত্যাগ-তিতিক্ষা মন্ত্রে জাগা মানুষ ছিল আগে,
পরাণটাকে চাগিয়ে দিত ঠিক নিশানা তাগে।
না-ছিল তার টেরা চোখের চাউনি অত শত,
স্বস্তিও ছিল,সঙ্গীও ছিল,ঠিক মানুষের মত।
দুঃখের মাঝেও মিলতো মনের মতো সুখ,
রয়ে স'য়ে জীবন যাত্রা, মিলনে হাসি-মুখ।


জ্ঞানে গুণে বিভোর মোরা,অহংকারই সার,
বিশ্ব আজি হাতের 'মুঠোয়,খোদার গণৎকার!
সময়টাকে দুমড়ে দিয়ে আজ এখনই সব চাই,
ন্যায় নিষ্ঠা,নিয়ম নীতি,সবই জলাঞ্জলি পায়।
শকুন রূপী মানুষ বেশে বেসাতির কারবার,
পরের জমি, পরের ধন,জীবনে সারাৎসার।
হিংসা হনন,খুন ধর্ষণ, জীবনে বাজি মাত,
সৎ সুন্দর, নিষ্পাপতা,নিমেষে কুপোকাত।
তাই ব'লে ভাই হতাশ হয়ে হয়োনা একলাষেঁড়ে
হাতে হাত ধরে,দাঁড়াও, জীবনের প্রতি মোড়ে।