ঝাঁপড় ঝাম ঝাঁপড় ঝাম,
দ্রিমি দ্রিমি দরাম দরাম।
বাজে নাগরা বাজে মাদল,
আজিকে ওরা মত্ত পাগল।
ধামসা ঢোলে গগন ফাটে,
সাঁওতাল সব গ্রামে জোটে।
এসেছে ওদের বাঁদনা পরব,
শাল পিয়ালের জঙ্গল সরব।
'গিদর''গিদরি'  কষ্টী পাথর,
খুঁজবে তারা নাগরী নাগর।


লাল সরানে উড়ছে ধূল,
রঙিন শাল পলাশ ফুল।
বনের মাঝে সাঁতাল থান,
লতাপাতা নিকানো উঠান।
প্রকৃতি-পূজো, প্রাণের পরব,
বাঁদনা,'সাঁকরাত' ওদের গরব।
'উম' ও 'উখর',চাল ও বাখর,
সাজায়ে তোলে 'বঙ্গার' আসর।
'অহীরা' গানে রাতি জাগরণ
গোরুর খুঁটায় বাঁদনা পালন।।
==================