মাথার উপর
তাত্ ল দুপুর,
হাঁটছে পথিক
নেইকো গতিক,
রৌদ্রে ভরা
ক্লান্তি সারা,
পায়ের নীচে
যাচ্ছে পিছে,
হাট ছাড়িয়ে
গ্রাম পেরিয়ে,
আলের পথে
নাইকো থেমে,
কাপড় গা'তে
ভিজছে ঘামে।


গাঁয়ের মেয়ে
রইছে চেয়ে,
সড়ক পানে
উদাস মনে।
রাস্তা বেয়ে
চলছে ধেয়ে,
কিষাণ মাঝি
ব্যস্ত আজি,
সঙ্গে বলদ
চক্ষে দরদ,
হালের ফলা
উপড়ে ঢেলা,
নয়তো বসা
মাঠকে চষা,
আকাশ চোখে
স্বপন দেখে,
সোনার ফলা
ভরবে গোলা।


পুকুর পারে
গ্রামের ধারে,
ছিপটি ফেলে
নজর মেলে,
রয় যে বসে
মনটি কষে,
মাছের খেলা
ফাৎনা দোলা,
হ্যাঁচকা হাতে
কেল্লা ফতে।


মাঠটি এড়ে
সামনে পড়ে,
ছোট্ট নদী
যাচ্ছে কাঁদি,
শীর্ণ কায়া
উথলে মায়া,
ভাটির টানে
সাগর স্নানে,
মিলবে যে সে
ক্লান্তি শেষে।


পথিক ভাই
এগিয়ে যায়,
আকাশ ভালে
সুরজ ঢলে,
লালিমা লাল
সাঁঝের কাল,
সন্ধ্যা -তারা
দেয় ইশারা,
বঙ্গের রাণী
ঘোমটা টানি,
তুলসী তলে
প্রদীপ জ্বালে,
দুচোখ দিয়ে
ভরিয়ে হিয়ে,
পল্লীর রূপে
শ্রান্তি চেপে,
উপচে পড়ে
হৃদয় ভ'রে,
উথলায় সুখ
বাঙলার মুখ।।
==============