একদা ছিল বাঙালি জাতির শৌর্যে বীর্যে
নাম, /
কাশ্মীর থেকে কণ্যাকুমারী ধাম।/
কোনায় কোনায় স্মরণ হইত/
বাঙালি জাতির নাম।/


কোন সে সূদুর অতীত,গিয়েছিলেন তিব্বত, /
অতীশ দীপঙ্কর.।/
বাঙালির মেধা ছড়ায়ে সেথায় /
সার্থক নাম তাঁর। /


আজ নাইকো সেসব দিন,বাঙালি মেধার কমিতেছে দাম /
বাঁচিতে চাইছে জাবর কাটিয়া পূর্ব পুরুষের নাম।/
হারিয়ে ফেলে একাত্মতার বিশ্বাস /
নিজভূমে পরবাসী সে ফেলিতেছে
নিশ্বাস। /


একতাবদ্ধ একটি জাতি,সইতে পারে
ঝঞ্ঝা বিপত্তি, /
কবে আর বুঝিবে সে হায়!
এই সরল কথাটি সত্যি?
====================