দেখছি হলুদ প্রান্তরে
সরিষা ক্ষেতের অন্দরে,
মৌমাছিদের নাচের তালে
হৃদয়ে মোর নাচন তোলে।
বায় বাতাসের সঙ্গে লড়ে
বসতে চায় ফুলের 'পরে,
দূরে কোথা কোকিল ডাকে
যায় না দেখা পাতার ফাঁকে।
ফিঙে পাখির লেজ ঝোলা
শাখায় বসে দিচ্ছে দোলা।


বাবুই পাখি বাসা বোনে
তাল গাছের একটি কোণে।
ফরিঙ সদা ব্যস্ততায়
শুকনো ডালে বসতে চায়।
পানকৌড়ি ডুবছে জলে
মাছটি ধরে বসছে ডালে।
রাখাল আজি মাঠের পাড়ে
বাঁশরি ফুঁকে হৃদয় নাড়ে।
উড়ছে বক সারি সারি
আকাশ পথে দিচ্ছে পাড়ি।
নীল গগনে মেঘের দল
আকাশ গাঙে টানছে পাল।


বসন্তের এই সাত সকালে
প্রকৃতি আজ নিজ খেয়ালে,
আজ যেন সে চিত্রকর
ভরছে হৃদয় চিত্ত মোর।।