ভালো যদি লাগে তবে মুখ তুলে চাও
আরক্ত আনত মুখে কী তুমি বোঝাও?
ভালোবাসা,এক উদ্দীপনা,জ্বলন্ত আগুন
দেহে মনে দীপ্তি আনে, বসন্ত ফাগুন।
প্রকাশিতে চাহে,নিজেরে নানান ভঙ্গিমায়
দহনে দহিয়া প্রেমের আগুনে সিক্ততায়।


দেয়া ও নেয়া,স্বার্থপরতা, প্রেমেতে বাধা
স্বতোৎসারিত ভালবাসা প্রতীক 'রাধা'।
হিয়ায় হিয়ায় দরদ যবে বাজিবে বিনা কাজে,
ভালোবাসা!তুমি জন্ম নেবে তাদের মন মাঝে।
ভালোবাসা,রাগবিরাগী চিরকালের খেলা
প্রিয়া প্রিয়ের অম্লমধুর বিরহ মিলন মেলা।।
===================