আচ্ছা! তোমায় কতটা ভালোবাসি?
দেখি,পারি কি না মাপি তা।
জানিনা কীভাবে প্রকাশি
মোর ভালোবাসার গভীরতা।


তোমাকে চাই সুউচ্চ হিমালয়ে
বা প্রশান্ত সাগরে মারিয়ানা খাতে,
উষর, মরু সাহারায় নির্ভয়ে,
দুর্ভেদ্য আঁধার আমাজন 'মাতে'!


তোমায় চাই সূর্যালোকে উদ্ভাসিত
বা রাতের মৃদুমন্দ মোমের আলোয়,
গভীর অমানিশার আঁধারে প্লাবিত,
শশ্মানের ভীতিময় ভস্ম ধুলোয়।


চাই তোমায়,ভালোবাসার আবেগে,
শৈশবের বিশ্বাসে,প্রৌঢ়ের নির্ভরতায়,
হাসি কান্নার দোলায়,দুঃখের দুর্ভোগে,
মূক বধিরতায় বা বাচাল কথকতায়।


পাই যদি আশীষ আমি, অন্তর্যামী!
মৃত্যুর পরেও, ওপারে  মৃত্যুলোকে
তোমাকে না ছাড়ি আমি,
ভ্রমি সাথে তোমা,ভ্যুলোকে দ্যুলোকে।।
===================