হঁ,তুদের বোইলছি!তুরা ক্যানে আইছিস ই গাঁয়ে আজ?
ভুট আসছি, তাই?
পুরা সাল ধইরা যখন মুরা চিঁচাইতাম,
প্যাটের লগে, ভাত কাপড়ের লগে,
তুরা কুথাই ছিলিস?
মুদের কুথা গুলা ই কান দিয়া সিধাঁইয়া
উ কান দিয়া উঁড়াইতিস।


হঁ,মুরা সাঁওতাল বটি!
রুখা সুখা পাথুরে জমিন হিথা।
ইধারে ক্ষেতি কুথা?
ডাওরার ম্যাঘ তো ইধার ঠরাই না!
হঁ,ই ইকটো কুথা বটে - বুঙা,মরদদের
গা গতরে অসুরের পারা ক্ষ্যামতা দিছে
উ ক্ষ্যামতা লিয়া কী করি?ইধার কামই
লাই। জারের সুময়,ডাওরের সুময় সে
কী কাঁপন! হাঘর হাভাতে মুরা।


শুন্, মুরা কিন্তু ভিখ মাঙছি না!
কাম দে,গতর ঠেলি রুজগার করবো
ইখন তো রেডুয়াতে বুলছে, পিত্যেক
মানুষ কাম পাবে,মাথার উপর ছাত।
কই,তুরা তো পাঁসসাল ইধার মাড়াইলি
না? না কি মুরা মানুষ লয়?
মুদের জান লাই,দুখ লাই?


ফির আজ আসলি ভুট চাইতি!
দিবো না ভুট!কী করবি কর।
ইঃ,ফির হাত জুড় কইরছে,মুড়োলকে
বুঝাইছে, কান ফুঁসলাঁইছে!
কান খাড়া করি শুন লে,ই বার ভাঙতে
লাড়বি মুদের ইকতা।


আগে কাম দে,সড়ান টাকে বাঁধাই দে,
ফির কথা, হঁ।
আর শুন! বুঙার থানের টিউকলটো,
উটা তো কুনো কামের ই লয়!জল
কুথা? খালি নমক উগলায়।


তুদেরও তো মাথার উপর ছাত!,পাকা
দালান! টিভি, মুবাইল সব আছে।
ইধার পানে মাঝে মাঝে লজর রাখতে
লাড়িস?
মুরা ত তুদের কাছি লম্বর শুধু!
শুধু ভুট খিঁচতে আসিস।
ভুট বাবু তুরা!


ভুটের আগে গাড়ি লিয়া হাউইয়ের
পারা হাজির।কত কুথার ফুলঝুরি!
ই করি দিবো,উ করি দিবো।আর
ভুট ফুরাইলেই লবডঙ্ক!বুড়া আঙুল
চুষি মুরা!
===================