আরো এক ইন্দ্রপতন,মহীরুহ স্খলন!
তারার দেশে যাত্রা,কবি শঙ্খ ঘোষ।
শুনিব না আর কবিতায় বজ্র নির্ঘোষ,
প্রতিবাদ মুখর ভাষার আস্ফালন!
বাঙলা,বাঙালির গ্রথিত মজ্জা মূহ্যমান।
আজন্ম তোমার কবিতায় নিয়েছি শ্বাস,
স্রোতস্বিনী,বেগবতী বাঙলা বাণী উচ্ছ্বাস
বিদায়!'অন্তিম পান্ডব',উজাড়িয়া প্রাণ।


কে আর তুলে নেবে অমৃতক্ষরা কলম?
নিঃশেষে ,স্মরিবে,'বাবরের প্রার্থনায়'!
এক নিঃসীম অন্ধকার আবহ যাতনায়,
কোথা পাবো কাব্য-মন্ত্র, যন্ত্রণা উপসম?
সাবলীল গদ্যে সুশীল শব্দ নিরুপম,
শানিত ক্ষুরধার যুক্তি, বৌদ্ধিক চেতনায়
সম্পৃক্ত বাঙালি! আজ বহু যাতনায়
হারায়েছে ' হারা নিধি' বিধি হ'ল বাম!


'কোজাগরে' কে জাগাবে বাঙালির ঘুম
শঙ্খ বিনা শঙ্খারবে ঘোষি সুভাষিতম?
====================