বিশ্ব পথিক বিবেকানন্দ
ছড়িয়ে বিশ্বে বিবেক বাণী,
এনেছিলে তুমি বিশ্ব জিনি
ভুলিয়ে ছিলে ধর্ম -দ্বন্দ্ব।


বেদান্ত ছানিয়া ধর্মের রূপ
স্থাপিলা সত্য শিব সুন্দরে।
কর্মযোগী, কর্মের সুরে
কাটিলে ধর্ম - অন্ধকূপ।


ক্ষণজন্মা পুরুষ তুমি
ছুটিয়ে ছিলে জীবন রথ,
বিমূঢ় মানুষে দেখিয়ে পথ
গৌরবে আসীন ভারত ভূমি।


জড়বাদী পাশ্চাত্য গ্লানি
মগ্ন মানুষের চেতনায়,
করিলে চৈতন্যের উদয়
বেদান্ত অমোঘ যুক্তি শানি।


"কোথা খুঁজিছো ঈশ্বর"তুমি?
সর্ব জীবে প্রেম দান-
ঈশ্বরে পৌঁছানোর সোপান,
বৃথা ভ্রমিতেছ তীর্থ ভুমি।


শিক্ষার মূর্ত তাপস রূপে
জ্বালিয়ে দিয়ে জ্ঞানের আলো,
নাশিলে মনের আঁধার কালো
কুসংস্কারের কাষ্ঠ-যূপে।।