দিতে পারি নাই তোমাদিকে ঠাঁই
মোদের সজ্জিত গৃহ প্রাঙ্গণে,
এসেছিল কভু তোমাদের মনে?
জীবন সায়াহ্নে এ গতি হবে হায়!


রাখো নাই বাকী জীবনের খাঁই
মোদের তরে সারা জীবন পাত,
কষ্টে শিষ্টেও,হেসে জোটাতে ভাত,
পাষন্ড!সেই তোমাদের ত্যাজিতে চাই।


বহু বাসনায় কালাতিপাত কায়,
সন্তান সুখ স্বপন সাকারিতে
বাছার বেদনা বহন হৃদেতে
রুখেছ বাধা,অচল অটল প্রায়।


সংসার ভরি মায়া মমতায়
ধরিয়াছ হাল উজানের স্রোতে
চোরাবালি কিছু না দিছো বুঝিতে,
আজ মোরা ভাই, পাকা মাঝি তাই!


এখনো তোমরা বৃদ্ধাশ্রমে বসে
নয়ন মেলিয়া দরজার পানে,
এই এলো বুঝি!মন নাহি মানে
ক্ষণিকের তরেও যদি বা আসে।


সন্তান সুখের বার্তা ভেসে,
ব্যাথাতুর হৃদয়,আনন্দ আননে
জেগে ওঠে লহর আপনা প্রাণে,
দুঃখের কাঁটা হরিতে চাও হেঁসে।


ওখানেও বসে নিজেদের মাঝে
যত কথা সব করো উজাড়,
আশীষ হ'য়ে ঝরে উজাগর
তোমাদের প্রতি সকাল সাঁঝে।


এখানে আমরা বহুরূপী সেজে
সংসার ফুলে হ'য়ে মধুকর,
বিস্মৃত প্রায় কর্তব্য দেনার,
নির্লজ্জ হৃদয়ে নাহি বাজে।।
================