তুমি কি বর্তমান ভারতের নাগরিক?
পারিবে বলিতে বুকে হাত রেখে ঠিক।
রাজনীতির মারপ্যাঁচে জ্ঞান শূন্য দিক
হাতরিয়ে মরো খুঁজে, কাগজ প্রামাণিক।


দেশবাসী? নও তুমি সন্দেহের অতীত,
হইতে পারো হঠাৎ নিজভূমেই পতিত,
খাদ্য, ভাষা, তোমার পোশাকের মিথ
অকেজো, ঘুচাইবে নাগরিকতার ভিত।


চারিদিকে প্রতিবাদ, প্রতিরোধ ক্রোধ
নাগরিকত্ব আইনের করিতে বিরোধ
দিকেদিকে ওঠে শোর নিতে প্রতিশোধ
রাজনীতির কারবারি লড়িতেছে যোধ।


রাজনীতি নেতা নেত্রীর তদ্বির তালাস
মিটিং ধর্নায় অনুপ্রবেশকারীর উল্লাস।
যেনতেন প্রকারেণ, আইনের খালাস
তাহলে হবে পূর্ণ নাগরিকতা বিলাস।


ভারত জনগনের আজ কাটিতেছে দিন,
শঙ্কার আবিল আবর্তে হইয়া যে লীন,
ঘুমভাঙা সকালে  দেখিবে কোন দিন
নাগরিক তালিকায় সে নাম গোত্র হীন।


অস্থিরতা অনিশ্চয়তা দূর করিতে সত্বর
জাতপাত নির্বিশেষে নেতারা হও তৎপর
না হলে ভারত হবে গৃহ যুদ্ধের চত্তর,
দায়ভার নিতে হবে, দিতে হবে উত্তর।।