ছাত্র তুমি    ছাত্র আমি
       ছাত্র বিশ্বময়।
শেখার বয়স  নয়কো রুদ্ধ
        শিক্ষা রসময়।


অখিল বিশ্ব    শিক্ষা ক্ষেত্র
    মনটি যেথা উদার নেত্র,
যা কিছু দেখিবে  তাইতো শিখিবে
        হইবে বাঙ্ময়।


লাগিবে দরদ   লাগিবে ভক্তি
         লাগিবে  অধ্যবসায়।
অজানার প্রতি    তীব্র আকুতি
         করিতে পারে সহায়।


অনুশাসন আর    প্রত্যয়িত মন
      সুদৃঢ় করিবে তোমার চলন,
লক্ষ্য স্থির     হইবে ধীর    
     হবেই তুমি একলব্য বীর।।
==================+