আমার মতো এতো অসাধু অধম
কেন পাই সদা তোমার আশীষ?
বুঝি নাই কভু তুমি এত দয়াময়!
দিছো মোরে কত না জানি প্রশ্রয়,
ভব সুখ দুঃখ দানিছো অনিমেষ,
ভেবে শিহরিত তৃষিত মন মম।


কতবার যে মেখে পাপের ধুলো
সারা দিন রাত খেলে অবহেলে,
ভুলে থেকে তোমার অমৃত বাণী।
না দিয়ে নজর, শুধু কানাকানি,
মধুর মমতা হেলায় হেলেফেলে,
কবে আর মন তোমায় ছুলো?


তোমায় কখনও ডাকিনি ভুলে
ফিরায়ে মুখ কী জানি কী ঘোরে?
তুমি কেন তবে একটি পলেও
ভুলোনি মোরে ভোলার ছলেও?
দুঃখ দারিদ্রের কশাঘাত ক'রে,
ফেরাতে চাও নিয়ে কোলে তুলে।
=================