জ্বালাও আজি,জ্বালাও যত আলো,
যাক মুছে নিকষ অমানিশা কালো।
আলো আঁধারে আমাদের পথ চলা
দীপাবলীর আলোয় আসুক উজালা।


সাফসুতরা করিয়া সব ঘর দূয়ার,
প্রস্তুত সবে পাতিতে লক্ষ্মী আসর,
জোগাড়েছি তাই যা লাগে উপচার,
মা-র আবাহনে না করি বাছ বিচার।


দীপাবলি মানেই আলোর রোশনাই,
আকাশ-তারা ধরার বুকেতে বানাই,
যত অ-লক্ষ্মী ঝেঁটিয়ে বিদায় করে,
মোরা,উজল উছল ভবিষ্যতের তরে।


কিন্তু যতই ধরাও প্রদীপের আলো,
কাটাতে হবে মনের আঁধার কালো।
পুরানো হিসাব চুকায়ে তুমি ফেলো,
পবিত্রতার প্রেম-বহ্নি শিখা জ্বালো।


শুভ দীপালোক জ্বালিয়ে ঘরে ঘরে,
অন্তর হ'তে বিদ্বেষ বিষ ঝেড়ে ঝুরে,
হিংসা হানাহানি বন্ধের শপথ নাও,
সবে মিলি আজ শান্তির গান গাও।


অন্তর-আত্মা জাগিয়ে তুমি তোল,
দুঃখ শোক অভিমান ক্ষোভ ভোল,
ফানুশের ন্যয় উড়িয়ে দিতে পারো,
তুমি বিঘ্ন স্বরূপ ষড়রিপু নাশ করো।


মোমের শিখার জ্বলন্ত আগুন মাঝে,
অঞ্জলি দাও পুঞ্জীত অভিযোগ লাজে,
আজ বিষাদ বিধুর অবসাদ যাক মুছি,
হোক শুদ্ধ চিত্ত, চেতন-আলোকে ঘুচি।
===================