ধর্ম বলে বড়ো আমি,সত্য বলে আমি।
চিরকাল দ্বন্দ্ব তাদের কে বেশি দামী।
ধর্ম কহে তাহে যাহা ধারণ করে রয়,
আর সত্য হ'ল তাই যার দ্বিতীয় নাই।


ধর্মের রূপ রেখা যুগে যুগে পাল্টায়
সত্য কখনোই যে অর্থ না উলটায়।
মহাভারতের দ্বন্দ্ব সত্য এবং ধর্মে,
উপলব্ধি কজন করে ভিতরে মর্মে?


কর্ণের পরাজয় তো সত্যেরই পরাজয়,
ধর্মের পথে রয়ে হয়, পান্ডবের বিজয়।
কৃষ্ণ মহাভারতে হাজির ধর্মের প্রতীক,
কর্ণ তথায় হ'লেন সদা সত্যের ঋত্বিক।


সত্যের পথ যেথা ক্ষুরধার ও বন্ধুর,
ধর্ম-পথ তুলনায় কভু বক্র ও ক্রুর।
ধর্মরাজ্য প্রতিষ্ঠা ছিল কৃষ্ণের লক্ষ্য,
কর্ণ ত্যাজিতে নারে কভু কৌরব পক্ষ।


পাঞ্চালী মনে প্রাণে কর্ণেরে চাহিত,
একা কর্ণে পঞ্চ পান্ডব বীরত্ব নিহিত।
কৃষ্ণ লাগি দ্রৌপদীর বাক্য নাহি স্ফুরে,
ধর্ম মানি কর্ণ থেকে রাখে নিজে দূরে।


কর্ণের জীবন কাটে সত্যের তপস্যায়
সত্যই ধ্রুবতারা, যাবতীয় মীমাংসায়।
সত্য রক্ষায় তাঁর মহান জীবন ত্যাগ
পরোক্ষে সত্যই জয়ী,কাটে মনে দাগ।
====================