মাতঃ গঙ্গা তুমি সুরধুনী  
                 বয়ে চল তুলে রুনু ধ্বনি
করো পাপী  তাপীর পরিত্রাণ।


হিমালয় কণ্যা তুমি
                  নেমে এসে ভারত ভূমি
সরস করিয়া রাখো মনপ্রাণ।


তোমারই কূলে কূলে
                 মানুষ গড়িয়া তুলে
কত গ্রাম শহর ও নগর।


প্রতিদিন জীবন যুদ্ধে
                      কায়মনোবাক্য শুদ্ধে
তুলিতেছে প্রাণের লহর।


ঋতু সব আসে যায়
                      বহু অনাবৃষ্টি ক্ষয়
তোমাতেই পায় তারা স্থিতি।


পাইয়া তোমায় পাশে
                      তাহাদের ভয় নাশে
রুদ্ধ না হয় জীবনের গতি।


ব্যবসা বা বাণিজ্যয়
                 দৈনন্দিন যাওয়া আসায়
টানিতে হয়না কভু ইতি।


সাক্ষাৎ দেবী তুমি
                  তোমারই চরণ চুমি
সর্ব কার্যে হয় তারা ব্রতী।


দেবী তুমি সর্বং সহা
                      হরি গাত্র-মন দাহা
সদয় সর্বদা তার প্রতি।


হে কলুশ নাশিনী গঙ্গে
                     তব সখ্য ভারত সঙ্গে
কভু যেন না হয় ইতি।


দুই হাত জোড় করি
                      অন্তরে প্রেম ভরি
লহো মোর ভক্তি প্রণতি।
====================