আকাশের বুকে উড়ছে কত ঘুড়ি
রঙ বেরঙে আকাশ গিয়েছে মুড়ি,
মন চাই মোর ওদের সাথে উড়ি,
সময় কাটাতে নেইকো কোন জুড়ি।


মাটির পৃথিবীকে পিছনে ফেলে,
রঙিন আশায় স্বপ্নরা ডানা মেলে,
দূর দূরান্তে উড়ে যেতে চাই চলে,
বাস্তবকে ক্ষণিক সময়ে ভুলে।


পেটকাটা চাঁদিয়াল নানা নাম ধরে,
আকাশের বুকেওরা ওঠা নামা করে,
ব্যস্ত ছেলের দল ঘুড়ি ধরার তরে
হাতে নিয়ে লাঠি গাছা দৌড়ে মরে।


লড়াই সেখানে জমে ওঠে টক্করে,
একের ঘুড়িকে কী করে কাট করে,
লাটাই হাতে পাক খেয়ে ঘোরে,
উড়ানি ঘুড়ি কে নিয়ন্ত্রণের তরে।


ভো কাট্টার ঘুড়ি ধরতে যে পারে,
বিজয়ী-হাসি খেলে সে মুখ 'পরে,
হারজিত মেনে নেয় এলড়াই লড়ে,
নিখাদ আনন্দে মন সবার ভরে।।
==================