আমার ভাদু আসবে ঘরে হেঁ! একটো সাল বাদে,
তুরা ইবার যা কেনে লো,বুলছি তুদের
সাদে।
মাজা ঘষা করান চাই আমার ভাদুর
লগে,
উ ম্যাদের বিটি বটেন, বচ্ছর কারে
জাগে।


ভাদু আসে ভাদর মাসে গো ঘরে নাইকো চাল!
কীরম করে রাখবা ভাদু হে তুর ইজ্জত
ইস সাল?
দুনিয়াটো শুকিন গ্যালো,করোনাতে
ছারখার,
মুনিষ মানদ্যার তারিন দিছ্যা, ইবার
বন্ধ রুজগার।


তবু তকে ভুলতি হল্যা পরাণ ফ্যাটে
যায়!
লোকখীঁ হঁয়ে ভাদু যি গো, পরখ লিতাঁ
চায়!
কুলুঙ্গিটো সারিন তুলো হেঁ,উঁয়ার আসন
পাত।
উঠোনটাকে নিকিন দ্যানা নাভ্যাবে পাঁচ সাত।


ভাদুর লগে ল্যাচে গ্যায়ে জমবে ইবার
আসর,
তুদের সব্বাইকে আসতি হবেক জাগতি
ভাদু বাসর।।