ইচ্ছে গুলো আগের মতো মিলতে নারে
ডানা,
ভাবনা মোদের চোরা গলির মধ্যে তাল
কানা,
স্বপ্ন দেখা সকাল গুলো কোথায় হারিয়ে
গেলে?
আঁধার রাতেআকাশ নেমে ধরতো নিজে
মেলে।
ইচ্ছে মতো রাঙিয়ে নিয়ে চলতো মনের
বিহার,
কোথায় না উড়ে যেতাম,না করি কোন
বিচার।


আকাশ ছিল নীল আঙিনা ফুটতো কত
তারা,
ইচ্ছা নাওয়ে দিতেম পাড়ি দিবা রাত্র
সারা।
রাস্তা গুলো চওড়া ছিল,ছিলোনা গাড়ির
সারি,
ফুটপাতে তে লোক চলতো একটি দুটি
করি।
ইঁদুর দৌড় ছিলনা মোদের,সস্তা ছিলো কড়ি,
একটু বিবাদ বিসম্বাদে লোকে দিত না
কোর্টে পারি।


মনের মধ্যে ভয় ছিল,ছিল না অবিশ্বাস,
ন্যায় অন্যায় বোধ ছিল,কাকা জ্যাঠার পাশ।
কানমলা বা চোখ রাঙানি করতো মোদের বশ,
দাবড়ানি বা বেদম মারে ছিল হাতের
যশ।
পাঠশালা বা বিদ্যালয়ে দিতেম যবে
পাড়ি,
দুচোখ ভরা স্বপ্ন আর কল্পনা ভর
করি।
শিক্ষকেরা ছিলেন মোদের স্বপ্ন ফেরি
ওয়ালা,
নিত্য নতুন পসরা সেজে করত মন
ভোলা।
অকৃত্রিম ভালোবাসায় তাঁরা টানতো
তাঁদের পাশ,
বিলিয়ে দিত জ্ঞানের আলো মিটাতে
মনের আশ।


প্যাকেট বন্দী রঙিন খাবার দিত না
হাতছানি,
মাতৃস্নেহ সিক্ত টিফিন, ঠিক শক্তি যোগাত মানি।
বংশধারা বাহিত হ'য়ে সিধা হ'ত শিড়-
দাঁড়া,
যৌথ পরিবারে পালন হেতু শিখেছি -
পরম্পরা।
আজিকে এ সমাজে দেখি ভিতরে ধরে
চিড়,
দীর্ণ শীর্ণ মনে আর আজ স্বপ্ন করে না
ভিড়।।
====================